Disible Copy Pest

header ads

Home


আসসালামু আলাইকুম;
আমি আব্দুল খাবির সোহেল ওয়েবে/ডিজিটাল দুনিয়ায় আহাম্মেদ সোহেল নামেই পরিচিত। আমি পেশাগত ভাবে একজন IT Professional. খুব স্বাভাবিক ভাবেই পেশাগত কাজে দারুন ব্যস্তত থাকতে হয়। সম্প্রতি ফ্রিলেন্সার হিসাবেও SEO Expert & Wordpress Developer. নতুন এই সেক্টরে কাজ শুরু করেছি। সেই সাথে ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ।

পেশাগত ব্যস্ততাকে ফাঁকি দিয়ে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুড়ে বেড়ানোর নেশা রয়েছে সেই শুরু থেকেই। সমান্য অবসর পেলেই ছুটে বেড়াই দেশের দর্শনিয় স্থানগুলিতে। পাহাড়, ঝর্ণা আর এডভেঞ্চার ট্যুরগুলিই আমাকে বেশি টানে। সম্প্রতি ঘুড়ে এসেছি পরশি দেশের শহর কোলকাতা থেকে।


ঘুড়ে বেড়ানোতেই যতসুখ আমার। এ নিয়ে স্ত্রীর অভিমানের শেষ নেই। তবুও ছাড়তে পারিনি ট্রাভেলিংএর নেশা। বছরে দুই একবার শিক্ষাসফর বা বনভোজনের মাধ্যমে ভ্রমণের পাঠ শুরু সেই ১৯৮৯ সনে অস্টম শ্রেণিতে অধ্যায়ন করা কলে থেকে। কালক্রমে বাড়তে থাকে বাড়ি থেকে ভ্রমণ স্থানের দুরত্ব। ২০০৮ থেকে এডভেঞ্চার ট্যুরের পাঠ আর ভ্রমণ বিষয়ক লেখা লেখি শুরু।


ঐতিহাসি স্থাপনা, দৃষ্টিনন্দন ভ্রপ্রকৃতি, বন-জঞ্চল, চাবাগান, দেশের সীমান্ত লাইন, পাহাড় ঝর্ণা আর এডভেঞ্চার কোন কিছুই বাদ যায়নি পদাচারনা থেকে। পাহাড়, ঝর্ণাই যদিও আমাকে বেশি টানে। কিন্তু জোস্না রাতে লঞ্চে ভ্রমন, আর লঞ্চের বেলকোনিতে দাড়িয়ে নদীমাতৃক বাংলার অন্যন রূপ উপভোগের লোভ সামলানো প্রায় অসম্ভব।

ফেসবুক ট্রাভেলগ্রুপ ছুটেচলের প্রতিষ্ঠাতা ও এডমিন। লেখা লেখির অধিকাংশই ছুটেচলের ফেইজবুক পেইজে প্রকাশিত। নিজেরা গ্রুপ করে ঘুড়ে বেড়ানো ছাড়াও এদেশের আপামর জনসাধারনকে ভ্রমণে উৎসাহিত করতে বছরে দুই একবার বড় বড় পরিশরে ভ্রমণের আয়োজন করে থাকি। এতে অনেক সময় গাঁটের পয়সাও খোয়া যায়। আমার ভ্রমণে অভিজ্ঞতা, তথ্য বিনীময়, দর্শনিয় সহমুহ দেশের ভ্রমণ প্রিয়দের নিকট তুলেধরার জন্যই এই ব্লগের যাত্রা শুরু। ছুটেচল ফেসবুক পেজটি ভিজিটের আমন্ত্রন জানাচ্ছি।

ধন্যবাদ ব্লগটি ভিজিট করার জন্য।

নভেম্বর ০৩, ২০১৮।

Post a Comment

0 Comments