Disible Copy Pest

header ads

ভিক্টোরিয়া মেমোরিয়াল | শ্বেতপাথরে অনন্য স্থাপনা


ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ ভারতের কোলকাতায় অবস্থিত। মহারানি ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে উনিশতকে বৃটিশ শাসনামলে নির্মিত।শ্বেত পাথরের তৈরি  মহারানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাদুঘর এবং কলকাতার অন্যতম আকর্ষনীয় পর্যটন কেন্দ্র। কোলকাতার বিখ্যাত রেসকোর্স ময়দানের সন্নিকটে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের অবস্থান।শ্বেতপাথরে নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধটি স্যার উইলিয়াম এমারসন এর নকশায় বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে নির্মিত।

 
ভেক্টোরিয়া মেমোরিয়ালের সবুজ চত্বরে লেখক| কোলকাতা
 
১৯০৬ খ্রিস্টাব্দে এর নির্মাণকার্য শুরু হয় আর সৌধটির উদ্বোধন হয় ১৯২১ খ্রিস্টাব্দে। মোট৬৪ একর জমির উপর বিশাল উন্মুক্ত অঙ্গনে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপিত।ভবনটির দৈর্ঘ্য ১০৩.০২ মিটার, প্রস্থ ৬৯.৪৯ মিটার। ভবনের উত্তর এবং দক্ষিণ দু-দিকেই বিশাল ফটক। উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দু-দিকে দুই প্রকাণ্ড জলাধার। নির্মানে ব্যায় হয় প্রায় ১,০৫,০০,০০০ টাকা যার পুরোটাই ব্যবসায়ী সম্প্রদায় ও ভারতের দেশীয় রাজন্যবর্গের স্বেচ্ছাপ্রদত্ত অর্থ থেকে সংগ্রহিত হয়।


সুরম্য এই ভবন নির্মানের জন্য ভারতের রাজস্থানের মাকরানা থেকে সাদা মারবেল পাথর সংগ্রহ করা হয়। যে খান থেকে সম্রাট শাহজাহান তাজমহলের জন্য মার্বেল সংগ্রহ করেছিলেন। বলা হয়ে থাকে এর নির্মান সমগ্রী বহনের জন্য ২৭ কি. মি দীর্ঘ ট্রেনের প্রয়োজন ছিল। এতে ব্যবহৃত মারবেল সহ অন্যান্য সামগ্রীর ওজন ৮০৩০০ টন এবং মোট ৪৫০ ঘন মিটার মার্বেল পাথর ব্যবহৃত হয়।


ভিক্টোরিয়া মেমোরিয়াল ২৫টি গ্যালারির সমন্বয়ে গঠিত। ‘কুইন্স হল’আকর্ষণের মূল কেন্দ্র। এর সকল দেওয়ালে মহারানীর ঘোষণা লিপিবদ্ধ। তাঁর স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনার অঙ্কিত চিত্র যেমন- তাঁর সিংহাসনারোহণ, তাঁর বিয়ে, তাঁর পুত্র ও উত্তরাধিকারীর ব্যাপটিস্টকরণ, রাজপুত্রের বিবাহ, ফ্রগমোরে তাঁর বাসভবন ইত্যাদি দ্বারা গ্যালারি সজ্জিত। রানীর ব্যবহূত কিছু সামগ্রী, যেমন- শৈশবে ব্যবহূত তাঁর পিয়ানো, উইন্ডসোর প্রাসাদে দৈনন্দিন চিঠি-পত্র লেখার জন্য ব্যবহূত তাঁর টেবিল ও চেয়ার, ভারতীয় প্রজাদের উদ্দেশ্যে লেখা তাঁর শেষ চিঠি ইত্যাদি।



কিভাবে যাবেন
  • কোলকাতা শহরের যে কোন প্রান্ত থেকেই টেক্সি পাওয়া যায় তবে খচর বাঁচাতে আপনি মেট্রো রেল ব্যবহার করতে পারেন। মেট্রোতে ময়দান স্টেশনে নেমে কয়েক মিনিট হাটলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল।

প্রবেশ মূল্য
  • ভিক্টোরিয়া মেমোরিয়াল এ স্থানিয়দের জন্য ৩০ রুপি আর বিদেশিদের জন্য ৫০০ রুপি। তবে সার্ক দেশের জন্য ছাড় পাওয়া যাবে।

সময় সূচি
  • সপ্তাহের প্রতিনিই গার্ডেন খোলা থাকে প্রতি সোমবার ও সরকারি ছুটির দিনগুলিতে মেমোরিয়ালের যাদুঘর বন্ধ থাকে। এদিন শুধুমাত্র গার্ডেনে ঘুড়ে বেড়াতে পারবেন এজন্য আপনাকে খচর করতে হবে মাত্র ১০ রুপি।
  • প্রতিদিন সকাল  ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত মেমোরিয়াল দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে গার্ডেন খোলা থাকে সকাল ৫:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ 





Post a Comment

0 Comments