মিরসরাই-সীতাকুন্ড রিজনের
সবচেয়ে সুন্দর ঝিড়ি পথ এই নাপিত্তাছড়া ট্রেইল। সবার কাছে নাপিত্তাছড়া ঝর্ণা নামেই পরিচিত। প্রথমত
একটা কনফিউশন আমি দুর করে দিতে চাই সেটা হলো অনেকে মনে করে এটা নাপিত্তাছড়া ঝর্না কিন্তু
আসলে এটি ঝর্না নয় এটি হচ্ছে নাপিত্তাছড়া ট্রেইল। মুলত এটি একটি ট্রেইল, এই ট্রেলের মাঝে চারটি ঝর্না রয়েছে যাদের নাম
প্রথমটি -উঠান ঢাল এর ঠিক পড়েরটি -কুপিকাটাকুম, সবচেয়ে প্রশস্ত ঝর্ণাটি মিঠাছড়ি -এই
ঝরনাটিকেই অনেক মানুষ নাপিত্তাছড়া ঝর্না বলে ডাকে, আর সবচেয়ে শেষেরটি_বান্দরখুম অনেকে
এটিকে_বাঘবিয়ানিও বলেন।
নাপিত্তিছড়া ট্রেইলের একটি ঝর্ণা উঠান ঢাল | মিরেরসরাই |
বাংলাদেশের এ পর্যন্ত আবিষ্কৃত বহু ধাপবিশিষ্ট খৈয়াছড়া ঝর্ণাটি এ এলাকাতেই অবস্থিত। যার মূল চারটি ধাপই স্বতন্ত্র সৌন্দর্যে অনন্য। শুধুমাত্র দৃষ্টিনন্দন ঝর্না নয়, পথের দু’পাশে বুনো গাছেরা দৃষ্টি কেড়ে নেবে আপনার। গাছের ফাঁকে ফাঁকে রঙিন ডানা মেলে দেয়া হাজারও প্রজাপতি। চশমা বানরের আনাগোনা ডুমুর গাছের শাখায়। গাছগাছালিতে ভরপুর এ বনাঞ্চল।
অনেকে চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডের ওপর দিয়ে বান্দরবান, কক্সবাজার, সেন্টমার্টিনসহ অনেক জায়গায় ঘুরতে যান। আর এই মিরসরাই ও সীতাকুণ্ডের পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অসংখ্য দৃষ্টিনন্দন ঝিরি, ছড়া ও ঝর্ণা, যা অনেকের কাছেই অজানা। যাতায়াত ব্যবস্থার সুবিধার কারণে এ এলাকা ভ্রমণ পিপাসুদের খুব প্রিয় একটি স্থান হয়ে উঠছে।
পাহাড়ের ঝিরিপথে হেঁটে যেতে যেতে সুমধুর
পাখির কলরব আপনার মনকে ভালোলাগার অনুভূতিতে ভরিয়ে দেবে। দূর থেকে কানে ভেসে আসবে পাখির
কিঁচিরমিঁচির। নাপিত্তিছড়া ট্রেইলে কি নেই ঝিড়িপথ, ঝর্ণার হিমশীতল পানিতে অবগহন, খাড়া
পাহাড় বেয়ে উপড়ে উঠা সব মিলিয়ে অসম্ভব সুন্দর এই ট্রেইল। অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটক,
যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন কেবল তাদের জন্যই এই ট্রেইল।
অ্যাডভেঞ্চারপ্রিয়
পর্যটক, যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন কেবল তাদের জন্যই এই ট্রেইল,
মিরসরাই-সীতাকুন্ড রিজনের এই ট্রেইলটিই সবচেয়ে মনমুগ্ধকর ঝিরি পথ।
-------------- ভ্রমণের তথ্য
--------------
অবস্থান
: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ্বে মিরসরাই উপজেলার কুণ্ডেরহাট (বড়তাকিয়া) জাতীয় উদ্যানর
পাহাড়ে।
ভ্রমন
ক্যাটাগরি : ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি
ভ্রমনে
উপযুক্ত সময় : বর্ষা কাল (এপ্রিল থেকে অক্টোবর)।
যে ভাবে যাবেন : _____________________________
ঢাকার সায়দাবাদ, কলাপুর, গাবতলি থেকে প্রতি রাতেই হানিফ, সৌদিয়া, সোহাগ, ইউনিক, এস.আলম শ্যামলীসহ প্রায় সব কম্পানির বাস চট্রাগামের উদ্দ্যেশে ছেড়ে যায়। মিরসরাই উপজেলার নদুইয়্যার হাট বাসস্টেশনে নেমে উত্তরদিকে হাটতে শুরু করুন। প্রায় ২ কিলোমিটার পথ পড়ি দিয়ে রেল লাইন পেরিয়ে গেলেই ট্রেইলের শুরু। ভ্রমণের ভিন্নতা খুজলে আপনি ট্রেনেও ভ্রমন করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে মিরসরাই স্টেশনে নেমে যেতে হবে।
থাকা-খাওয়ার
ব্যবস্থা :
______________________________
নদুইয়্যার
হাটে দুপুরের খাবারের ব্যবস্থা নাই। মীরসরাই বাজারে এসে খেতে পারবেন, অথবা সিএনজি ধরে
ছোট কমলদহ বাজারের বিখ্যাত ড্রাইভারের হোটেলে খেতে পারেন।
-------------- নোট পাহড়ি ঝর্ণা, ঝিরি পথ ট্রাকিংয়ের জন্য --------------
- যে কোন পাহাড়ি এলাকা ভ্রমণের জন্য স্থানিয় গাইড সঙ্গে নিবেন
- গাইড ফি’র দর-দাম করে/কথা বলে নিবেন।
- ভাল গ্রিপের ক্যাডস/জুতা ব্যবহার করবেন।
- পানির বোতল, গ্লকুজ, খাবার সেলাই সঙ্গে রাখবেন।
2 Comments
নাপিত্তিছড়া ট্রেইল মনে থাকবে দীর্ঘদিন।গত বছর গিয়েছিলাম।
ReplyDeleteভাল লাগল।
ReplyDelete